বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ‘সাত’ পরিবর্তন

শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

২০১৪ সালের ৪ মে’র পর আবারও দুই দল মুখোমুখি হয়েছে। ২০১৫ বিশ্বকাপের পর এটি বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দুই দলই সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে। শেষ আটে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে এবং বাংলাদেশ ভারতের কাছে হেরে বিদায় নেয়। শেষ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান যেই দল সাজিয়েছিল সেই দল থেকে মাত্র চারজন ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে খেলেছে। অর্থ্যাৎ সাত ক্রিকেটারই পাকিস্তান দলে নেই! চার ক্রিকেটার হলেন- সারফরাজ আহমেদ, হারিস হোসেল, ওয়াহাব রিয়াজ ও রাহাত আলী। সর্বশেষ একাদশ থেকে নেই আহমেদ শেহজাদ, মিসবাহ-উল-হক, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, এহসান আদিল, সোহেল খান। অবশ্য মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাদ পড়েছেন উমর আকমল ও আহমেদ শেহজাদ। ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসেননি শোয়েব মাকসুদ। এহসান আদিল ও সোহেল খান স্কোয়াডে থাকলেও তাদেরকে সেরা একাদশে খেলানো হয়নি।

পাকিস্তান দল : আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাসিম ও মোহাম্মদ রিজওয়ান।



মন্তব্য চালু নেই