বাংলাদেশের প্রশংসায় কেন উইলিয়ামসন

প্রথম ইনিংসে ৫৯৫। দ্বিতীয় ইনিংসের আগে ইনজুরির হানা, পরে ব্যাটিং বিপর্যয়। তাতে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অথচ টেস্টের চতুর্থ দিনেও এগিয়ে ছিল টাইগাররা। শেষ দিনে পাল্টে গেল দৃশ্যপট। আর টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভোলেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ দলকেও কৃতিত্ব দিতে হবে। প্রথম ইনিংসে তারা আমাদের বোলারদের চাপে রেখেছিল। তবে দ্বিতীয় ইনিংসে আমরা টেস্টের কিছুটা নিয়ন্ত্রণ নিতে পেরেছি। মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটসম্যানকে মাথার ইনজুরির কারণে হারানোটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় ছিল। তবে আমাদের বোলাররা দ্বিতীয় ইনিংসে বল হাতে বেশ ভালো করেছে। মাঠ কিছুটা আদ্র ছিল। সে কারণে সবাই বল করে সুবিধা পাচ্ছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে প্রায় ৬০০ রান পেয়েছে। তারপর তাদের বোলাররা আমাদের বেশ পরীক্ষা নিয়েছে। ল্যাথামকেও কৃতিত্ব দিতে হবে। তার অসাধারণ সেঞ্চুরির কারণে প্রথম ইনিংসে আমরা বেশ রান পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘তবে এই মাঠে তাড়া করে জেতাটা বেশ কঠিন । কিছু কিছু ক্ষেত্রে তো খুবই কঠিন ছিল। তাড়া করতে নেমে আমি সেঞ্চুরি পেয়েছি, ভালো লাগছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল জুটি গড়াটা। রস টেলরের সঙ্গে আমার জুটিটাই আমাদের মোমেন্টাম দিয়েছে। ২১৭ রান তাড়া করে ব্যাটিং ইউনিটের মাধ্যমে জয় পাওয়াটা সত্যিই আনন্দের। নিশ্চিত করে বলতে পারি যে আমাদের পরিকল্পনা জয়ের জন্যই ছিল। তবে এই মাঠে বাংলাদেশকে অলআউট করাটা কঠিন কাজ ছিল। তবে বোলাররা আমাদের সেই কঠিন কাজটি করে দিয়েছে। রান তাড়া করে জয়ের সুযোগ এনে দিয়েছে।’



মন্তব্য চালু নেই