বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসায় কোহলি

ভারতের মাটিতে প্রথম টেস্টে ২০৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের রানপাহাড়ে আটকে সহজেই আত্মসমর্পণ করেনি বাংলাদেশ। পুরো পাঁচদিন লড়াই করে নিজেদের জানান দিয়েছে মুশফিকুর রহিমের দল।

হায়দরাবাদে টপ-অর্ডারদের বাজে পারফম্যান্সের পরও সাকিব-মুশফিকের প্রচেষ্টায় প্রথম ইনিংসে ভালোই জবাব দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেই লড়াইটুকু করতে পারলে হয়তো হায়দরাবাদ টেস্টের গল্পটা ভিন্নভাবে লেখা যেত।

দ্বিতীয় ইংনিংসে ব্যাটিং ব্যার্থতায় বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও দুর্দান্ত প্রথম ইনিংসের জন্য প্রশংসা ঝরেছে টিম ইন্ডিয়া অধিনায়ক কোহলির কণ্ঠেও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে কোহলি বলেন, ‘নিশ্চিতভাবে এই উইকেটে ব্যাট করাটা অসাধারণ ছিল। টসে জেতাটা আমাদের জন্য ভালো ছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে।’

বাংলাদেশের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে দলের ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের পরখ করে নিতে পেরেছে বলে মনে করেন কোহলি, ‘আমাদের সামনে বড় সিরিজ রয়েছে। বোলাররা নিজেদের ছন্দ ধরে রাখার সুযোগ পেয়েছে। সব মিলিয়ে এটি আমাদের জন্য অসাধারণ ম্যাচ ছিল। দলের ব্যাটসম্যানরাও নিজেদের যাচাই করতে পেরেছে।’

বাংলাদেশের বিপক্ষ ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। সেই সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহা। তবে বাংলাদেশের বিপক্ষে তারা আক্রমনাত্মক ছিলেন না বলে দাবি কোহলির, ‘আমরা খুব আক্রমনাত্মক ছিলাম না। ইশান্তের স্পেলগুলো অসাধারণ ছিল। এ ছাড়া আমাদের দলে দুজন বিশ্বমানের স্পিনার রয়েছেন।’



মন্তব্য চালু নেই