বাংলাদেশের পুলিশ ভালো করছে : মার্শা বার্নিকাট

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, ‘সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পুলিশ কঠোর পরিশ্রম করছে। কাজটি পৃথিবীর সব দেশের পুলিশের জন্যই কঠিন। কিন্তু এখানকার পুলিশ ভালো করছে।’ জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা কখনোই মনে করব না সমস্যার সমাধান হয়ে গেছে।’

আজ শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যা করছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। এরা ভালো ভূমিকা রাখছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। তারা আমাদের সব ব্যাপারে সাহায্য করছে এবং জানাচ্ছে সবকিছু ঠিক আছে। পুলিশ কঠোর পরিশ্রম করছে। কাজটি পৃথিবীর সব জায়গার পুলিশের জন্যই কঠিন কাজ। কিন্তু এখানকার পুলিশ ভালো করছে। আমি মনে করি আমাদের সবাইকে সব সময় সতর্ক থাকতে হবে। কারণ আমরা কখনোই এটা মনে করব না, সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের সব সময় সাবধান থাকতে হবে এবং নজর রাখতে হবে।’ তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা কাজ করছে মেয়র কীভাবে লোকজনদের এর পরিণতি সম্পর্কে বোঝাচ্ছেন, সে জন্য আমি তা দেখতে আগ্রহী।’

নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকার দুই সিটি করপোরেশন পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিদর্শনে আসেন। এটা সৌজন্য সাক্ষাৎ। কথা প্রসঙ্গে জঙ্গিবাদের কথা উঠে এসেছে। তিনি জানতে চান, জঙ্গিবাদের বিরুদ্ধে কীভাবে সচেতনতা তৈরি করা হচ্ছে।’



মন্তব্য চালু নেই