বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, ‘বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে না যুক্তরাষ্ট্র। এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তবে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

শনিবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঢাকায় দায়িত্ব পালনকালে তার ভূমিকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

ড্যান মজিনা বলেন, ‘কোনো মানদণ্ডেই বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন সবচেয়ে ভালো সময় পার করছে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গার্মেন্ট সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।’



মন্তব্য চালু নেই