বাংলাদেশের নাগরিকত্ব পেতে লাগবে ১০ লাখ ডলার

১০ লাখ ইউএস ডলার বিনিয়োগ আর ২০ লাখ ইউএস ডলার স্থানান্তর করলে বাংলাদেশি নাগারিকত্ব দেয়ার বিধান রেখে জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন-২০১৬ এর অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে ৫ লাখ ইউএস ডলার বিনিয়োগ আর ১০ লাখ ইউএস ডলার স্থানান্তর করলে বাংলাদেশি নাগারিকত্ব দেয়ার বিধান ছিল।

তিনি বলেন, আজকের কেবিনেটে চারটি বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে সেনানিবাস আইন-২০১৬ এর খসড়া আরো পর্যালোচনা করে পাঠানোর সিদ্ধান্ত হয়। বাকি দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।



মন্তব্য চালু নেই