বাংলাদেশের দুই চলচ্চিত্র এশিয়ার সেরা

২০১৫ সালে নির্মিত এশিয়ার সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডারকনস্ট্রাকশন ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। তালিকায় আরো রয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তার ‘লেবার অব লাভ’।

এশিয়ান সিনেমার ফেসবুকের পেজে এ ঘোষনা দেয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের পরিচালক ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ইন্ডিয়ার সভাপতি প্রেমেন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘২০১৫ সালে ভারত এবং বাংলাদেশে নির্মিত সমস্ত বাংলা ছবির মধ্যে তিনটি শ্রেষ্ঠ ছবির দুটিই বাংলাদেশের – এ ঘটনা বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে সহায়ক হিসাবে কাজ করবে এবং আগামী দিনে মোস্তফা সরয়ার ফারুকী, রুবাইয়াৎ হোসেন, আবু শাহেদ এমন- এর মত প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের বিশ্বজয়ের সম্ভাবনা সফল করবে।’

এ খবরের প্রতিক্রিয়ায় ‘আন্ডার কন্সট্রাকশান’ নির্মাতা রুবাইয়াৎ হোসেন জানালেন, ‘ দুই দেশের অনেকগুলো ভালো ছবির ভেতর আমার ছবিটা মনোনীত হয়েছে এটা জেনে ভালো লাগছে। আর তালিকার তিনটি ছবির মধ্যে দুইটিই বাংলাদেশী। এটা অনেক ভালোলাগার খবর। বাংলাদেশের সিনেমা ছড়িয়ে পড়ছে।’

আবু ‘জালালের গল্প’ নির্মাতা আবু শাহেদ ইমন জানালেন, ‘সেরা চলচ্চিত্রের তালিকায় একই সঙ্গে দুটি চলচ্চিত্র স্থান করে নিয়েছে এটা আমার জন্য গর্বের। ভালো লাগার। আশাকরি তরুণ প্রজন্মের নির্মাতাদের অনুপ্রানিত করবে।’

এদিকে, রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পাবে আগামী বছরের ২২ জানুয়ারি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী ও বলাকাসহ বেশ কয়েকটি সিনেমা হলে চলচ্চিত্রটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তার আগে ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে এ চলচ্চিত্রের মাধ্যমে।

অন্যদিকে, জালালের গল্প সিনেমাটি মুক্তির আগেই বিশ্বের বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর।



মন্তব্য চালু নেই