বাংলাদেশকে সতর্ক করলেন যুবরাজ

পাকিস্তানের সঙ্গে জিতে টিম বেশ ভালো ছন্দে আছে বলে জানিয়েছেন যুবরাজ সিং। তিনি মনে করছেন, বাংলাদেশ তাদের কাছে পাত্তা পাবে না।

আগামীকাল রাত আটটায় বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দুই দল।

টি-২০ বিশ্বকাপে যুবির প্রত্যাবর্তনটা ভালোই হয়েছে। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে তার গোছানো ২৪ রান টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা বেশ খানিকটা মজবুত করে দিয়েছিল। আপাতত সেই জয়ের আনন্দেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন যুবরাজ সিং।

দলে ফিরেও জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে যুবরাজের তালমিলটা ভালই হয়েছে। এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে যুবরাজের রেকর্ড বেশ ঈর্ষনীয়। এই তো সে দিন এশিয়া কাপেও আফ্রিদিদের বিরুদ্ধে দলের জয় সূচক ইনিংসের অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই যুবরাজই এ বার রীতিমতো হুঙ্কার ছেড়ে বললেন, ‘ছন্দে ফিরে গেছে ভারত। সাবধান বাংলাদেশ।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে দলের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কাটা লেগেছিল, পাকিস্তানকে হারিয়ে তার অনেকটাই উদ্ধার করতে পেরে বেজায় খুশি ৩৫ বছরের এই ক্রিকেটার।



মন্তব্য চালু নেই