বাঁধনের ভাইরাস

দিনকাল ভালো কাটছে না বাঁধনের, যেখানেই যান কোন না কোন গন্ডগোলের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। হয়তো তাই তার উপাধি ভাইরাস। ব্যক্তিগত জীবনে নয়, নতুন এক ধারাবাহিক নাটকে ভাইরাস হিসেবেই দর্শকের সামনে আসছেন বাঁধন।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস’। আর এ নাটকেই এভাবেই দেখা যাবে এ আজমেরি হক বাঁধনকে। চরিত্র ও নাটক নিয়ে তিনি বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি মজার। আমি সবখানে গিয়ে গন্ডগোল পাকাই। আমার একমাত্র কাজ, রাইটারের পিছন পিছন ঘোরা।’
নাটকটিতে পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন স্বয়ং পরিচালক অঞ্জন আইচ। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ‘ভাইরাস’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। অঞ্জন আইচ ও বাঁধন ছাড়াও শবনম ফারিয়া, টুটুল চৌধুরী, রিমি হক অংশ নিয়েছেন প্রথমদিনের শুটিংয়ে।

ধারাবাহিক নাটক ছাড়া দেখা যায় না বাঁধনকে। চলচ্চিত্র তো দূরের কথা- খন্ড নাটক কিংবা টেলিফিল্মে তিনি অভিনয় করেন না সন্তান ও সংসারের প্রয়োজনে। বর্তমান ব্যস্ততা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বাচ্চার জন্যই মূলত আমি খন্ড নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করার মত সময় বের করতে পারিনা। ধারাবাহিক নাটকে যেহেতু শিডিউল অনুযায় দিনে খুব বেশী সময় দিতে হয় না, তাই নিয়মিত করতে পারছি।’  বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দলছুট প্রজাপতি, জীবনের গল্প, দাহ, ঘোমটা, সাপলুডু প্রভৃতি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন বাঁধন।bb



মন্তব্য চালু নেই