বসুন্ধরা সিটিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটিতে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার বেলা ১১টা ২৩ মিনিটে শপিং মলটিতে আগুন লাগে। দুপুর সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে শুরুতে ১০টি ইউনিট কাজ করলেও ক্রমান্বয়ে সেটি বাড়িয়ে ২০টি ইউনিটকে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে ৬তলা থেকে ইতোমধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শপিং মলটির ছাদেও অনেকে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে হেলিকপ্টার দিয়ে র্যাব ও পুলিশের সদস্যরা মহড়া দিচ্ছেন। এছাড়া ভেতরে যারা আটকা পড়েছেন তারা সবাই জীবিত রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।



মন্তব্য চালু নেই