‘বলিউড কারোর বাবার স্টুডিও নয়’, কেন এমন বললেন কঙ্গনা

যবে থেকে ‘কফি উইথ করন’ প্রোগ্রাম থেকে ফিরেছেন, তবে থেকেই নানা জায়গায় প্রশ্নবাণের মুখে পড়তে হচ্ছে কঙ্গনা রানাউতকে। এতে যারপনাই ক্ষুব্ধ তিনি।

শেষমেশ সপাট মুখ খুললেন। আর সেইসঙ্গে ফের একবার কর্ণ জোহরকে তোপ দাগলেন। মুম্বইয়ের এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা বললেন, ‘বলিউডটা কর্ণ-র বাবার স্টুডিও নয়, কর্ণ তাঁর বাবার কাছ থেকে বলিউডটাকে স্টুডিও হিসাবে উপহারও পাননি যে তিনি কারোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবেন।’

আসলে সপ্তাহখানেক ধরেই কঙ্গনা ও কর্ণ-র তরজায় তপ্ত বলিউড। ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে গিয়ে কঙ্গনা আচ্ছা করে অনুষ্ঠানের সঞ্চালক কর্ণ জোহরকে কথা শুনিয়েছিলেন। কঙ্গনা শো-এর মধ্যেই অভিযোগ করেছিলেন, ‘কর্ণ জোহর স্বজনপোষণ করেন। তিনি বলিউডের বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে কাজ করতে চান না। তিনি সবসময়েই তারকাদের সন্তানদেরকেই সুযোগ দেন।’

কঙ্গনার এই অভিযোগে কর্ণ জোহর অবশ্য শো চলাকালীন কিছু প্রতিক্রিয়া দেননি। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের একটি অনুষ্ঠানে কর্ণ জোহর বলেন, ‘বলিউড যদি এতটাই খারাপ বলে কঙ্গনা বোধ করেন, তা হলে তাঁর এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়া উচিত।’

কর্ণ জোহরের এমন কড়া প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসেছিল সংবাদমাধ্যমও। এর পরেই কর্ণের এই প্রতিক্রিয়া নিয়ে কঙ্গনাকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল।

কর্ণ জোহরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে কঙ্গনা তাঁর অভিযোগে আরও জানিয়ে বলেন, ‘বলিউড প্রত্যেক ভারতীয়র। সুতরাং কর্ণ-র কোনও এক্তিয়ার নেই তাঁকে বলিউড ছাড়ার কথা বলার।’ কঙ্গনা আরও জানিয়ে বলেন, ‘আমি কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। নিজেকে বলিউডের যোগ্য বানিয়েছি।’

কর্ণ অভিযোগ করেছিলেন, কঙ্গনা সবসময়ে মেয়ে হওয়ার ফায়দা তোলার চেষ্টা করেন এবং তিনি পরিস্থিতির শিকার এমনভাবে নিজেকে সবসময়ে তুলে ধরতে চান।

এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে কঙ্গনা বলেন, ‘কর্ণ তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে মহিলাদেরই অসম্মান করেছেন।’



মন্তব্য চালু নেই