বর্ষসেরা কোচের তালিকায় নেইমারদের গুরু

বছরের সেরা দশ কোচের তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আই.এফ.এফ.এইচ.এস) ২০১৬ সালের সেরা কোচদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে নেইমারদের গুরুর স্থান আট নম্বরে।

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবছর জুনে কোপা আমেরিকাতেও আশানুরূপ ফলাফল করতে না পারায় দুঙ্গাকে কোচের স্থান থেকে সরিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। দুঙ্গার জায়গায় স্থলাভিষিক্ত হন তিতে। এরপর থেকে এক রকম বদলে যাওয়া ব্রাজিলকেই দেখছে সবাই।

বিশ্বকাপ বাছাইয়ে টানা ৬ ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা পর্বে শীর্ষে আছে ব্রাজিল। যার মধ্যে আছে গত অক্টোবরে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর ম্যাচও।

পর্তুগালকে ২০১৬ ইউরো জেতানোয় জাতীয় দলের কোচদের মধ্যে বর্ষসেরা হয়েছেন ফার্নান্দো স্যান্টোস। দ্বিতীয় স্থানটি আইসল্যান্ডের লার্স লাগারব্যাক। তিনে জার্মানির জোয়াকিম লো। আর ক্লাব কোচেদের মধ্যে সেরা অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে।



মন্তব্য চালু নেই