বর্ধমান হামলায় জেএমবি জড়িত

বর্ধমান বোমা হামলার সঙ্গে জেএমবি জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। জেএমবি জঙ্গিদের একটি বড় গ্রুপ ভারতে অনেকদিন ধরে থাকার পর তারা বোমা হামলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার ধরেই বর্ধমানে তারা বোমা হামলা চালায়।

রোববার সকালে ভারত থেকে বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরে দলের প্রধান ও ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, যে উদ্দেশ্যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল ভারতে গিয়েছে সেই উদ্দেশ্য হাসিল হয়েছে। এর আগে ভারতীয় প্রতিনিধিদল এনআইএ এর সদস্যরা বাংলাদেশে এসে যে তথ্য-উপাত্ত দিয়ে গেছেন সেগুলো নিয়েই তদন্ত করা হয়েছে।এতে আগে যাদের নাম সন্দেহাতীতভাবে এসেছিলো, বর্ধমানে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

বর্ধমানে জড়িতদের বিষয়ে শিগগিরই একটি সংবাদ সম্মেলন ডাকা হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে বলে তিনি জানান।

এর আগে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রতিনিধিদল ভারতে যান।



মন্তব্য চালু নেই