‘বর্তমান সরকার জনগণের সরকার নয়’ —সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। এ সরকার অবৈধ। এ জুলুমবাজ, ফ্যাসস্টি ও অবৈধ সরকাররে বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করার শপথ নিতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠান কলারোয়া গালর্স হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিব আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিএনপির স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্ররে প্রর্বতক, বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রর্বতক, আধুনকি বাংলাদেশের রূপকার। শাহাদাৎ বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মহান এই রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনা করি। তিনি অবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ, তত্তাবধায়ক সরকারের অধীনে আগাম মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আ.রশিদ মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম, বিএনপির উপজেলা সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, সা.সম্পাদক ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, যুবদল সভাপতি শেখ আ.কাদের বাচ্চু, কৃষকদল সভাপতি আশরাফ হোসেন, স্বেচ্ছাসেবকদল সভাপতি মোস্তফা বাকী বিল্যাহ শাহী, শ্রমিকদল সভাপতি আজহারুল হাসান, বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম, আখলাকুর রহমান শেলি, শেখ ফারুক আহম্মেদ মুকুল, এমএ রব শাহীন, অধ্যাপক শাহাদৎ হোসেন, বিএম সিরাজ, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, আ.রাজ্জাক, সালমা আক্তার কণা, মোজাম হোসেন, ছাত্রদল নেতা সনজু, তপু, মোজাফফার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন ও ছাত্রদল নেতা এসএম মোস্তাক। পরে কাঙালী ভোজের আয়োজন করা হয়। খাদ্য বিতরণের উদ্বোধন করেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।



মন্তব্য চালু নেই