বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী

আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপের আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে বলেই জনগণের সহযোগিতায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। জনগণ শেখ হাসিনার পক্ষে আছে তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সঙ্গে করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’

তিনি বলেন, ‘একাত্তরের পরাশক্তি পাকিস্তান ও পশ্চিমা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চক্রান্ত করেছে। সেই সূত্র ধরেই জাতির পিতাকে ৭৫ এ হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার এই উন্নয়নকে বিএনপি মেনে নিতে পারেনি।’

হানিফ আরও বলেন, ‘নিজেদের অপকর্ম ঠেকতে বিএনপি নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। অতীতে বিএনপি অপকর্ম করেছে তাই তাদের নিজেদের অভ্যাসজনিত কারণে আওয়ামী লীগের ঘাড়ে দাঁড় করিয়েছে।’

এর আগে তিনি সমাজসেবার উদ্যোগে জেলার ১১টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান।



মন্তব্য চালু নেই