‘বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, অযোগ্য’

নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেয়ার কারণে প্রার্থীর সংখ্যা কমে গেছে। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে চায় তারাও প্রার্থী হতে পারছে না রাজনৈতিক দলের লোকজনের চাপে। জনগণ ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে না। এ কারণে নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে সেহেতু সাধারণ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারছে না।

তিনি আরো বলেন, অনেক জায়গায় মনোনয়ন জমা দিতে না দেয়ায় একক প্রার্থী নির্বাচিত হয়েছে। এটা তাদের ব্যর্থতা। বর্তমান লেভেল প্লেইং ঠিক নেই। এ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, অযোগ্য। কারণ, বার বার দায়িত্ব পালনে তারা ব্যর্থ হচ্ছে।



মন্তব্য চালু নেই