ঢাবি'র সমবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ :

বর্তমান ছাত্র রাজনীতিতে আদর্শ নেই

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘ষাটের দশকে আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তাদের সকলের আদর্শ ছিল। সে আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। সেখানে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের কোনো স্থান ছিল না। বর্তমানে ছাত্র রাজনীতিতে অনেক ক্ষেত্রে আদর্শের অনুপস্থিতি আমাকে বেদনাহত করে।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘অবস্থা দৃষ্টে মনে হয় ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠী নির্ভর হয়ে পড়েছে।’ এসময় তিনি ছাত্র রাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখি করে তুলতে সবার প্রতি আহ্ববান জানান।

সমাবর্তনে অংশ নেয়া শিক্ষর্থীরে উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা আজ দেশের মূল্যবান মানবসম্পদ। সমকালীন বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে প্রতিদ্ধন্ধিতা মোকাবিলায় সব সময় সাহসী ও উদ্যোগী হতে হবে।’

এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ওর্গানাইজেশনের চেয়ারম্যান ফ্যান্সিস গ্যারি।



মন্তব্য চালু নেই