বরিশাল মহানগর জামায়াতের শীর্ষ ২০ নেতা আটক

বরিশাল মহানগর জামায়াতের আমির, নায়েবে আমির ও সেক্রেটারিসহ শীর্ষ ২০ নেতাকমীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর আমতলা মোড় এলাকা থেকে সাংগঠনিক বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে ১৫ আগস্ট নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলেন জামায়াত নেতারা।

আটক নেতাকর্মীরা হলেন- মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, নায়েবে আমির মুক্তিযোদ্ধা বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াতা নেতা আবদুর রউফ, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শফিউল্লাহ তালুকদার, জয়নাল আবেদীন, আবুল কালাম, শামীম কবির, আবুল কাশেম, শাজাহান শিরাজী, আবদুস সাত্তার, রফিকুল ইসলাম, মোঃ রাসেল, ইসমাইল হোসেন, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো চিফ অধ্যাপক মো. শাহে আলম।

জামায়াত নেতাদের আটক অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, সহকারি কমিশনার মাহমুদ হাসান, কোতয়ালী থানার ওসি মো. শাখায়াত হোসেন।

তারা জানান, ১৫ আগস্ট নাশকতার পরিকল্পনায় বৈঠক করার খবর গোপন সংবাদের ভিত্তিতে পাওয়ার পর অভিযান চালিয়ে জামায়াত নেতাদের আটক করা হয়।

তবে আটক জামায়াত নেতাকর্মীরা জানিয়েছেন, তারা নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বৈঠক করছিলেন।



মন্তব্য চালু নেই