শিক্ষক লাঞ্ছিতর প্রতিবাদে

বরিশালে শিক্ষকদের কান ধরে ব্যতিক্রম প্রতিবাদ

কল্যাণ কুমার চন্দ, বরিশাল : নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধরের পর কান ধরে ওঠ বস করানোর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এবং জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে পৃথকভাবে কান ধরে ব্যতিক্রম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সহসভাপতি জ্যোর্তিময় বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের কর্মসূচীতে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, সমিতির সহসভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীসহ শতাধিক শিক্ষক কানধরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেন। একইসময় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। অধ্যক্ষ মীর আব্দুল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মফিজুর রহমান খান, স্বপন কুমার মন্ডল, মোঃ অলিউল্লাহ, প্রণয় কান্তি অধিকারী, মোঃ মুজিবুর রহমান তালুকদার, মাসহুরা বেগম, সুধীর কুমার মাঝি প্রমুখ।

বক্তারা শিক্ষক নির্যাতনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। একইদিন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আঞ্চলিক শাখার আয়োজনে নগরীর টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি দাস গুপ্ত আশিষ কুমার।



মন্তব্য চালু নেই