বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

নিজের কাছে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল রাখার দায়ে বরিশালে জাকির সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাকির সরদার উজিরপুর উপজেলার বামরাইল দত্তেশ্বর গ্রামের এসাহাক সরদারের ছেলে।

ওই আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১০ সালের ৯ মার্চ নগরীর কাউনিয়া মনা খা’র বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে সাড়ে ৩ লিটার ফেনসিডিলসহ জাকির সরদারকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জাকিরকে অভিযুক্ত করে একই বছরের ২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল চন্দ্র বর্মন। ১২ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন বিচারক।



মন্তব্য চালু নেই