বন্যায় ভারতে ১০০ জনের মৃত্যু

বন্যায় ভারতে গত এক সপ্তাহে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্রে রয়েছে ১০ লক্ষাধিক মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৪৮ জন মারা গেছে। গৃহহারা রয়েছে ২ লক্ষাধিক। পশ্চিমবঙ্গের ১০ হাজার গ্রামের ৪০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। শুধু পশ্চিমবঙ্গেই নয় গুজরাট, রাজস্থান ও ওডিশাতে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে।

গত শনিবার প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটি ধসে মণিপুর রাজ্যে একই গ্রামের ২০ জনের মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই