‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত, ৩ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ ১১টি মামলার আসামি উজ্জ্বল (৩০) নিহত হয়েছেন।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ মিয়া আহত হন।

মঙ্গলবার মধ্যরাত অনুমান পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এক ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহ-ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সন্ত্রাসী উজ্জ্বল সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে ব্রিক ফিল্ডে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে উজ্জ্বল ও তার সহযোগীরা গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হন উজ্জল।

পরে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই