বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সগীর মারা গেছেন

সুন্দরবনের শরণখোলায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বনদস্যু সগীর মারা গেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৭টার দিকে শরণখোলার পানিরঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মঙ্গলবার মধ্যরাতের পর পানিরঘাট এলাকায় সগীর বাহিনীর সদস্যদের অবস্থানের পোপন সংবাদ পেয়ে সেখানে র‌্যাব গিয়ে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে সগীর বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হঠে। পরে সেখান থেকে সগীর ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু সগীরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই