বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: রাজধানীসহ সারা দেশে অবিরাম বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ষণ চলছে। মঙ্গলবার রাত থেকে কোথাও থেমে থেমে, কোথাও অবিরাম বর্ষণে ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আরও দুই দিন এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়ে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ঝরছে সারা দেশে। বাগেরহাটে বৃষ্টির সময় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় গাছচাপায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই