বজ্রপাতে বাবা-মায়ের মৃত্যু, বেঁচে গেল সাত মাসের শিশু!

আবারো বজ্রপাতে মৃত্যুর ঘটনা। একের পর এক বজ্রপাতে মৃত্যুর ঘটনায় গোটা বিশ্ব যখন শোকাহত। ঠিক তখনই শোনা গেল আরো দু’জনের মৃত্যুর সংবাদ। এবার বজ্রপাতের ঘটনা ঘটলো ভারতের ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড বাজারের পাশে একটি বাড়িতে পুকুর পাড়ে এক দম্পতি উপর বাজ পড়ার ঘটনা ঘটে। তবে আশ্চর্যের বিষয় হলো যে, একই সঙ্গে থাকার পরেও ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে তাদেরই ছোট্ট কন্যাসন্তান!

সোমবার নিজেদের বাড়িতেই ছিলেন মুকেশ হেমব্রম ও সুহাগিনী সোরেন। সঙ্গে ছিল তাদের সাত মাসের সন্তানও। আচমকাই ঝড় বৃষ্টটি শুরু হওয়ায় তারা পুকুরের ধারের একটি গাছের নিচে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত সেই গাছের ওপরেই বাজ পড়ে। বাজ পড়ার আওয়াজে সুহাগিনী সোরেনের হাত থেকে তার শিশু কন্যা দূরে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। কিন্তু প্রাণে বেঁচে যায় তাদের কন্যা সন্তানটি।

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে তখন যদি শিশুটিও মায়ের কোলে থাকত, তাহলে তারও মৃত্যু হতে পারতো। তবে বর্তমানে শিশুটি সুস্থ আছে।-জিনিউজ



মন্তব্য চালু নেই