বঙ্গোপসাগরের লঘুচাপে মেঘলা দেশ

দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, কিন্তু এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। আর তাই গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশজুড়ে বিরাজ করছে মেঘলা আবহাওয়া।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হলেও  তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাছাড়া বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুরে সামান্য বৃষ্টিপাত হলেও মাদারীপুরে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাজশাহী, বগুড়া, যশোর, খুলনা, সাতক্ষিরা এবং বরিশালেও সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্য চালু নেই