বঙ্গভবনে শি জিনপিং

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে নৈশ্যভোজে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সফররত চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

জানা গেছে, সেখানে এক দ্বিপক্ষীয় বৈঠক করবেন সফররত চীনের রাষ্ট্রপতি। বৈঠক শেষে শি জিনপিং নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত থাকবেন।

এর আগে বেলা ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান শি জিনপিং। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন। ওই বৈঠকের পাশাপাশি দুই নেতার একান্তে আলোচনা হয়।

এরপর হোটেল লা মেরিডিয়ানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলাদাভাবে দেখা সাক্ষাৎ করেন। এরপর হোটেল সোনারগাঁয়ে ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে মিলত হন তিনি।



মন্তব্য চালু নেই