বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুললেই আইনি ব্যবস্থা : হানিফ

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।

শনিবার বেলা সাড়ে ১১টায় দালের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, আওয়ামী লীগ হয়রানির রাজনীতি করে না, গণতন্ত্রে বিশ্বাস করে।

“আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে” বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের কিছু নাই। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছে এবং খালেদা জিয়া সন্ত্রাসের রানী হিসেবে পরিচিত হয়েছেন আর তারেক জিয়া তৎকালীন সময়ে সরকারের মধ্যে আরেক সরকার সৃষ্টি করে হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতির বরপুত্রে পরিণত হয়েছিলেন। এসব কারণে তারা নিজেরাই জনগণ কাছে ধিকৃত।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবিএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই