বগুড়ার সারিয়াকান্দিতে জিবিএস’র এ্যাডভোকেসী সভা

বগুড়ার সারিয়াকান্দিতে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পানি ও স্যানিটেশন অধিকার নিশ্চিত করনে বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের লক্ষে উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সহযোগিতায় গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে পিওয়াশ প্রগ্রামের অওতায় অনুষ্টিত উপজেলা এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ বগুড়া রিজিওনাল ম্যানেজার ডঃ রেজাউল করিম।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলাপী বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রশিদ, কাজী জহুরুল ইসলাম, জিবিএস এর এফ পি এফ মনিরুজ্জামান,ইউ ই ডাব্লিউ আবুবক্কর সিদ্দিক, ইউ ই ডাব্লিউ আরিফুল ইসলাম।

উপজেলা এ্যাডভোকেসী সভায় স্থানীয় সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই