পাটজাত বস্তা ব্যবহার না করায়

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালতের ১৫ হাজার টাকা জরিমানা আদায়

বগুড়ার শেরপুরে চালের বস্তায় পাটজাত পণ্য ব্যবহার না করে নিষিদ্ধ কৃত্রিম পলিথিনের তৈরি বস্তা ব্যবহার করায় গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা ভূমি কর্মকর্তা ফিরোজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সতর্কতা মূলক ৩টি বাছাই মিলে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

জানা গেছে, পলিথিনের তৈরি বস্তা, ব্যাগ ব্যাবহারে বিভিন্ন সময় সতর্ক করেও কোন রকম কাজ না হওয়ায়। আইন অমান্য করে দিন দিন পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উপজেলা ভূমি কর্মকর্তা ফিরুজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে উপজেলার দুবলাগাড়ী সততা, মা-বাবার দোয়া ও মেসার্স মদীনা বাছাই মিলে চাউলের বস্তায় পলিথিনের বস্তা ব্যবহার করায় তাদেরকে পরবর্তীতে পাটজাত বস্তা ব্যবহারের নির্দেশ দেন এবং ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য ইন্সপেক্টর তাহমিনা আক্তার, থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ডেভিড কুমার প্রমূখ।



মন্তব্য চালু নেই