ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে চলছে ‘দেহব্যবসা’, তিন নারীসহ আটক ৮

সিলেট নগরীর লামাবাজারে ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘দেহ ব্যবসা’ চালানোর অভিযোগে ৩ নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে লামাবাজার খুলিয়াটুলা ছায়াতরু ৩০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।

আটককৃতরা হলো- ওই ফ্ল্যাটের ভাড়াটে ও ‘নারী ব্যবসায়ী’ রজত চৌধুরী (৪৮) ও তার স্ত্রী মুক্তা চৌধুরী (৪৫), খদ্দের নরসিংদী জেলার আল আমিন (২৯), সুনামগঞ্জের হারিস মিয়া (২৫), সুয়েব আহমদ (১৯) ও ফয়সল (১৯) এবং দেহপসারণী শেরপুরের সুমি (১৯) ও রুনা (১৮)।

কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে রজত ও মুক্তা নগরীতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে দেহপসারণীদের নিয়ে এসে ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খুলিয়াটুলাস্থ তাদের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এসময় ওই ফ্ল্যাট থেকে দুই দেহপসারণী ও ৪ খদ্দেরসহ রজত দম্পতিকে আটক করা হয়।



মন্তব্য চালু নেই