ফ্রান্স-জার্মানিতে বন্যায় ৫ জনের মৃত্যু

ফ্রান্স ও জার্মানিতে আকস্মিক বন্যায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বুধবারেই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সিমবাচ আম ইনের বেভারিয়ান শহরের একটি বাড়িতে বন্যার পানিতে অবরুদ্ধ অবস্থায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া, ছোট একটি জলাশয়ের কাছে একজন এবং কেন্দ্রীয় ফ্রান্সের কাছে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বন্যাকবলিত এলাকা থেকে বহু মানুষকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে, আরো বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বন্যায় বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জার্মানির দক্ষিণাঞ্চলীয় জেলা রোটাল ইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি দুর্যোগ ব্যবস্থাপণা কেন্দ্র চালু করা হয়েছে।



মন্তব্য চালু নেই