ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলার আশঙ্কা

ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস।

দেশটিতে সম্প্রতি আইএসের প্রতি আনুগত্য স্বীকারকারী এক ব্যক্তির হামলায় এক পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রী হত্যার ঘটনার পর এ ধরনের আশঙ্কা প্রকাশ করলেন ভলস।

লারোসি আব্বালা (২৫) নামের এক ব্যক্তির হাতে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হন।

এদিকে, বেলজিয়াম পুলিশ একটি চিরকুট পেয়েছে যাতে লেখা রয়েছে যে দেড় সপ্তাহ আগে আইএসের যোদ্ধারা সিরিয়া থেকে নৌকাপথে ইউরোপে পৌঁছেছে। সশস্ত্র ওই যোদ্ধারা দু’টি দলে বিভক্ত হয়ে হামলার পরিকল্পনা করছে। তারা যে কোনো সময় হামলা চালাবে।

ওই চিরকুটের তথ্য খতিয়ে দেখছে পুলিশ। তবে আরো বড় হামলা আশঙ্কায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।



মন্তব্য চালু নেই