ফ্রান্সের বেদনার রঙ এখন সারাবিশ্বে

শুক্রবার রাতে প্যারিসের ছয়টি জায়গায় আলাদা হামলায় দেড় শতাধিক নিহত হয়েছেন। যদিও সরকারি হিসাবে তা ১২৮। এই বর্বর ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউও জারি করা হয়েছে। সীমান্ত এলাকা একেবারে সিল করে দেয়া হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে উঠেছে সারা বিশ্ব।

ফেসবুকে প্রোফাইল পিকচারের রং পরিবর্তন করে সমবেদনা জানাচ্ছেন অনেকেই। আবার সিডনি থেকে শাংহাই, মেক্সিকো থেকে কানাডা। বিশ্বের বড় বড় স্থাপনায় ফ্রান্সের পতাকার রঙে রাঙিয়ে সমবেদনা জানাচ্ছে সবাই, এ রঙ যেন বেদনারই নীল রঙে ধোয়া।



মন্তব্য চালু নেই