ফ্রান্সের বিমান বন্দরে আটক চিত্রনায়ক কাজী মারুফ

নিরাপত্তার অজুহাতে ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে ফ্রান্সের বিমান বন্দরে আটক করা হয়েছে। ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দরে ঢাকামূখী বিমানে তাকে উঠতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করে পরিবার জানিয়েছে, গত ১১ ডিসেম্বর রাতে তারা প্রথম এ তথ্যটি জানতে পারেন।

চিত্রনায়ক মারুফের মা বলেন, গত ১১ ডিসেম্বর রাতে একজন ফোন করে মারুফের আটক হওয়ার বিষয়টি জানায়। সম্ভবত ১৪ ডিসেম্বর রাতে মারুফ রওনা দিতে পারবে। তারপর থেকেই আমরা মারুফের অপেক্ষায় আছি। এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়নি। আমি চাই আমার ছেলে ভালো ভাবে ফিরে আসুক।’

জানা যায়, পারিবারিক কাজে গত ২৮ নভেম্বর তিনি ফ্রান্সে যান। চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে মারুফের দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর। কিন্তু নিরাপত্তার অজুহাতে তাঁকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। মূলত, বিমানে আরোহী সকল মুসলমান যাত্রীদের আটক করে বিমানবন্দর পুলিশ।

উল্লেখ্য, ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে নানাধরণের সন্ত্রাসী হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।



মন্তব্য চালু নেই