ফেয়ারওয়েলের মধ্য দিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান পালন করলো ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়

ছাত্র জীবনে জ্ঞান অর্জনের জন্য প্রতিটি ছাত্রেকেই তার শিক্ষা প্রতিষ্ঠান কোন না কোন কারণে পরিবর্তন করতে হয়। ঠিক এমনই ভাবে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইংরেজী বিভাগ থেকে কিছু ছাত্র-ছাত্রী আজ বিদায় নিল।

এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভি.সি স্যার ও ইংরেজী বিভাগের রেজিষ্টার স্যার। সেই সাথে আরো ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ও সকল শিক্ষকমন্ডলী সহ সকল ছাত্র-ছাত্রীরা। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় আর তারপরে সম্মানী ও শ্রদ্ধীয় শিক্ষকমন্ডলী তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

12573814_571574599685914_2615762656097822885_n

অতঃপর বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন শিক্ষক মন্ডলী। এক পর্যায়ে শুরু হয় সাংস্কৃতি অনুষ্ঠানে। এতে থাকে নৃত্য, গান, নাটক ও র‌্যাম শো। তবে গানের মূল আকর্ষনীয় শিল্পী ছিলেন নবাগত কন্ঠ শিল্পী নাহিয়া।



মন্তব্য চালু নেই