ফেসবুকে শেয়ার করা ভিডিও কোন সফটওয়্যার ছাড়াই সহজে ডাউনলোড করবেন যেভাবে

ফেসবুকে এখন হরহামেশা অনেক ভিডিও শেয়ার হয়। কেউ কেউ সেগুলো ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে চান। অনেক সফটওয়্যার ও সাইট আছে যারা এ কাজটি করে দিতে পারে। কিন্তু আপনার কিছুই প্রয়োজন নেই ভিডিও ডাউনলোড করার জন্য।

যা করবেনঃ

– প্রথমে খেয়াল করুন ভিডিও শেয়ারের ক্ষেত্রে এমন একটি লেখা পাবেন উপরে।
Egalitarian Hermit shared All in ONE’s video এখান থেকে video লেখাটার উপরে ক্লিক করুন। তাহলে ভিডিওটি ওপেন হয়ে প্লে হতে শুরু করবে

– এখন ব্রাউজারের এ্যাড্রেসবারে খেয়াল করুন। এমন একটি ইউ আর এল থাকবে সেখানে। https://www.facebook.com/video.php?v=451572051588858 এখান থেকে শুরুর https://www উঠিয়ে দিয়ে সেখানে m লিখে এন্টার দিন। ভিডিওটি মোবাইল ভিউতে ওপেন হবে

– প্লে বাটনে ক্লিক করে ভিডিওটি প্লে করান

– এখন প্লে হতে থাকা ভিডিও’র উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে পপ আপ ম্যেনু থেকে Save video as ক্লিক করুন ও সেভ লোকেশান দিয়ে সেভ করুন কম্পিউটারে

– ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ও আপনার পছন্দের মিডিয়া প্লেয়ারে প্লে করুন ভিডিও



মন্তব্য চালু নেই