ফেসবুকে ভুয়া আইডি নিয়ে চরম বিপাকে চিত্রনায়িকা রোজিনা

চলচ্চিত্রের খুব চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে ভুয়া আইডি নিয়ে বিপাকে পড়েছেন। কয়েকমাস ধরে রোজিনা লক্ষ্য করেছেন, তার ‘রোজিনা’ নাম দিয়ে সার্চ করলে অসংখ্য ফেক ফেসবুক আইডি পাওয়া যায়।

তবে অবিকল তার নিজের আইডির মতো ‘রেনু পার্ল’ নামের আরো একটি আইডি রয়েছে। যে ফেসবুক আইডি থেকে একের পর এক বিভ্রান্তিমূলক এবং বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। যার জন্য রোজিনার সম্মানহানি হচ্ছে এবং তিনি বিব্রত হচ্ছেন।

একটি সংবাদমাধ্যমকে রোজিনা বলেন, ‘আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে রেনু পার্ল নামে। সেখানে গুটিকয়েক সাংবাদিক, আমার পরিবারের লোকজনরা আছেন। তবে সেটি রোজিনা নামে নয়। কিন্তু আমি খেয়াল করলাম আমার নামে অনেক ভুয়া আইডির ছড়াছড়ি। সেসব আইডি থেকে বিভিন্ন ছবি এবং স্ট্যাটাস পোস্ট করা হয়। অধিকাংশ পোস্ট বিভ্রান্তিকর, আবার কোনোটা উস্কানিমূলক। যেটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি।’

তিনি বলেন, ‘গেল কয়েকদিন ধরেই অনেক অভিযোগ আসছিলো ‌‌‘রোজিনা রেনু’ নামের একটি আইডি থেকে নানা রকম আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে। নানা শিল্পীদের সঙ্গে ছবি দিয়ে সাধারণ মানুষকে নানা প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। আমার পরিচিত অনেক পরিচালক, শিল্পী, প্রযোজক, সাংবাদিকেরা এটিকে আমার আইডি ভেবে যুক্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে আমি চিন্তিত। শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব। প্রয়োজনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের সাহায্য নেব আমি। ওই আইডিটির বিরক্তির মাত্রা দিনদিন বেড়েই চলেছে। এছাড়া আরো কিছু আইডি আছে যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যে বা যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো।’

রোজিনা আরো বলেন, ‘রোজিনা রেনু নামের ফেক আইডিটির নাম বদলে রেনু পার্ল করা হয়েছে। ভুয়া আইডির সঙ্গে ফ্রেন্ডলিস্টে যারা যুক্ত আছেন, তাদেরকে ভুয়া আইডি থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’



মন্তব্য চালু নেই