ফেসবুকে প্রেমিকার নগ্ন ছবি পোস্ট দেওয়ায়…

ফেসবুকে প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি পোস্ট দেওয়ায় যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘প্রতিশোধপরায়ণ পর্ন’ আইনে ওই ব্যক্তির বিচার হয়েছে। এই আইনে সাজা পাওয়া প্রথম ব্যক্তি তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাজা পাওয়া এই ব্যক্তির নাম নোয়ি ইনগুয়েজ (৩৬)। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রেমিকার নাম প্রকাশ করা হয়নি।

নোয়ি ইনগুয়েজ প্রেমিকার মালিকের ফেসবুকে পেজে তার নগ্ন ছবি পোস্ট দেন। সেইসঙ্গে জুড়ে দেন অশালীন মন্তব্য। এর বিরুদ্ধে মামলা করেন ওই প্রেমিকা।

গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় ‘প্রতিশোধপরায়ন পর্ন’ আইন পাস হয়। একই আইন যুক্তরাষ্ট্রের আরো ৩২টি রাজ্যে চালু হয়েছে। এই আইনে বিচার হয়েছে নোয়ি ইনগুয়েজের।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের অন্য কোনো ভার্সনে কারো ক্ষতি করার উদ্দেশ্যে বিতর্কিত কোনো পোস্ট দিলে প্রতিশোধপরায়ণ পর্ন আইনে তার বিচার হয়। যুক্তরাজ্যেও এই আইন প্রবর্তন করা হয়েছে।



মন্তব্য চালু নেই