ফেসবুকে একটি পোস্টের জন্য ১৩ বছর কারাদণ্ড

ফেসবুক পেজে ধর্মীয়ভাবে আপত্তিকর বিভিন্ন পোস্ট করায় পাকিস্তানের এক ব্যক্তিকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। বৃহস্পতিবার রিজওয়ান হায়দার নামে ২৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক পেজে ধর্মীয় পোস্ট শেয়ার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

রেজওয়ানের বিরুদ্ধে জানুয়ারি মাসে একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে তার আইনজীবি শামিম জাইদি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রিজওয়ান ধর্মীয় পোস্টগুলো শুধু পছন্দই করত। তবে সে তার পেজে কখনও এধরনের কোনো কিছু শেয়ার করেনি।

পেশোয়ারের একটি স্কুলে তালেবানদের হামলার পর থেকেই বিদ্বেষমূলক বা ধর্মীয়ভাবে আপত্তিকর যেকোনো পোস্টের বিরুদ্ধে খুব কঠোর হয়েছে পাকিস্তান। এসব অপরাধে দোষী ব্যক্তিদের কঠিন সাজা দিচ্ছে আদালত। কর্তৃপক্ষ ইতোমধ্যেই চলতি মাসগুলোতে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বেশ কিছু ধর্মীয় নেতাকে আটক করেছে এবং তাদেরকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হয়েছে।



মন্তব্য চালু নেই