ফেসবুকে ‘অ্যাক্টিভ’ হতে জেলা প্রশাসকদের নির্দেশ

জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় জেলা প্রশাসকদের ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলাবার (২৬ জুলাই) রাতে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পঞ্চম কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় তথ্য পাওয়ার একটি সবচেয়ে যথাযথ মাধ্যম হিসেবে ব্যবহারের সুযোগ গ্রহণের জন্য ডিসিদের বলেছি। সোস্যাল মিডিয়াতে তারা যাতে অ্যাকটিভ থাকেন। কারণ ফেসবুকসহ যোগাযোগের প্ল্যাটফর্মকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য পাওয়ার একটা যথাযথ মাধ্যম।’

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা ও উপজেলা প্রশাসন যদি ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করেন, তা হলে প্রত্যেক ইঞ্চি মাটিতে যদি কেউ লুকিয়ে থাকে এই তথ্যগুলো তারা ক্রাউড সোর্সকে ব্যবহার করে পাবেন। এটাকে গুরুত্ব দিয়ে কিছু নির্দেশনা দিয়েছি।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিসিদের সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে বলেছি। কারণ ইমেইল পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড নিরাপত্তা জরুরি। প্রযুক্তি ব্যবহার যতে বাড়ছে, প্রযুক্তি ব্যবহারের ঝুঁকিও তত বাড়ছে। এটা এখন থেকেই তারা যাতে মোকাবেলা করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে হাই স্পিড ইন্টারনেট নিয়ে যাচ্ছি, সেটা দেখাশোনা করতে ডিসিদের নির্দেশ দিয়েছি। তাদের দাবি ছিল হাই স্পিড ইন্টারনেট সহজলভ্য করা। আমাদের উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা করেছেন, আমাদের ব্রডব্যান্ডের স্পিড হবে ৫ এমবিপিএস। তাই আমরা তাদের বলেছি যাতে তারা তাদের স্পিড বৃদ্ধির আবেদন দেন। আমরা তা বাড়িয়ে দেব।’

ডিজিটাল যে ল্যাবগুলো হচ্ছে তা মাঠপর্যায়ে মনিটর করার জন্যও জেলা প্রশাসকদের নির্দেশ দেন মন্ত্রী।



মন্তব্য চালু নেই