ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজ খুললেন সুজানা

মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সুসময় চলছে। বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। প্রথমবারের মতো গতকাল সুজানা ফেসবুকে নিজের নামে ভক্তদের জন্য খুলেছেন অফিসিয়াল ফ্যান পেজ, নাম ‘সুজানা জাফর’।

এত দিন পর ফ্যান পেজ খুললেন। কারণ কী? ‘তেমন কিছু না। এত দিন আমি অভিনয়ে সিরিয়াস ছিলাম না। এখন হয়েছি। আমার কাজের আপডেটগুলো আমার ভক্তরা যেন দ্রুত পান এজন্য ফ্যান পেজ খুলেছি। এ ছাড়া আমি চাই আমার ভুয়া ফ্যান পেজগুলো বন্ধ হোক। দর্শকরা যেন বিভ্রান্ত না হোন। দর্শকদের দাবি আমার একটা অফিসিয়াল ফ্যান পেজ থাকুক। তাদের জন্য আমি আজকের সুজানা। তাদের দাবি পূরণ না করে আমি কি থাকতে পারি বলুন?’-বললেন সুজানা।

বিভিন্ন সময় অনেক গানের মিউজিক ভিডিও এর মডেল হয়ে সুজানা অর্জন করেছেন তারকা মডেল হওয়ার খ্যাতি। একটা লম্বা বিরতির পর সুজানা আবারও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন।

সোয়েব-এলিটার কণ্ঠে ‘ঘুম হয়ে’ গানটির মডেল হয়ে আবারও সবার নজর কেড়েছেন এই মডেল-অভিনেত্রী। তানিম রহমান অংশু পরিচালিত মিউজিক ভিডিওটি ২৫ জুলাই ইউটিউবে ছাড়া হয়। ভিডিওটি মুক্তির ১১ দিন পর খুব অল্প সময়ের মধ্যে ৫০ হাজারের বেশি দর্শক-শ্রোতা এটি দেখেছেন।দর্শকের সংখ্যা দিন দিন বাড়ছে। মিউজিক ভিডিওটিতে সুজানার বিপরীতে মডেল হয়েছেন রুদ্র। এখানে সুজানা নতুন বউয়ের চরিত্রে অভিনয় করেছেন।পরেছেন কাচের চুড়ি আর শাড়ি।

মিউজিক ভিডিওটির শুটিং করার অভিজ্ঞতা নিয়ে সুজানা বলেন, ‘অনেক দিন পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। ভালো লাগছে এই ভেবে যে আমাকে নতুন রূপে সবাই পছন্দ করেছেন। ভক্তরা, বন্ধুরা, কাছের সবাই আমাকে ফোন করে, ফেসবুকে তাদের ভালো লাগাগুলো শেয়ার করছে। এটা অনেক আনন্দের বিষয়। ভিডিওটির শুটিং মানিকগঞ্জের জমিদার বাড়িতে আমরা করেছি। শুটিং এর দিন আমার ফোন হারিয়ে যায়। ফোনে অনেক ডকুমেন্ট ছিল তাই একটু মন খারাপ ছিল আমার। কিন্তু এখন সে কষ্ট বেমালুম ভুলে গেছি। কারণ আমার কষ্ট সফল হয়েছে। সবাই অনেক প্রশংসা করছে। অনেক ধন্যবাদ অংশু ভাইয়াকে আমাকে সুন্দরভাবে ‌উপস্থাপন করার জন্য।’

সম্প্রতি আর কোনো মিউজিক ভিডিওতে কাজ করবেন কি? প্রশ্ন শুনে সুজানা বলেন, ‘প্রস্তাব আসছে কিন্তু আপতত কোনো মিউজিক ভিডিওতে কাজ করব না। দর্শক আমাকে এখন এক রূপে দেখছেন। তারা এখন আমাকে যেভাবে ভাবছেন আমার সেটা ভালো লাগছে। কিছুদিন পর নতুন কোনো গানের ভালো চরিত্রের কনসেপ্টে আবারও কাজ করব। নিজের চরিত্র আমি বারবার বদল করতে চাই।’

‘ঘুম হয়ে’ গানটির কোন কথাগুলো আপনার বেশি ভালো লাগে? সুজানা আবৃত্তি করে বললেন, ‘কেন ঘুম হতে আর যাব? কেন তুমি এমন ভাব? ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব?’



মন্তব্য চালু নেই