ফেলে দেয়া আবর্জনা থেকে বানানো পোশাক

পোশাকতো অনেকই দেখেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ডিজাইনার দিয়ে বিভিন্ন ধরন আর রকমের পোশাক তৈরি করে নেন। সেই সব পোশাক পরে মডেলদের বিভিন্ন ফ্যাশান অনুষ্ঠানে ক্যাটওয়াকও করতে দেখা যায়। কেউ কেউ আবার প্লাস্টিক দিয়ে পোশাক তৈরি করেও নজর কেড়েছেন ফ্যাশন বোদ্ধাদের। এবার ময়লা আবর্জনা দিয়ে পোশাক তৈরি করে বিশ্ব ফ্যাশান ইন্ডাস্ট্রিকে বেশ নাড়া দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ফ্যাশন ডিজাইনার।

‘রিসাইকেল অব লাইফ’ শিরোনামের পোশাকটি পরে আছে বার্বি নামের এক মডেল। এই ধরনের পোশাক তৈরির মূলে রয়েছে একটি সচেতন ভাবনা। বিভিন্ন ময়লা আবর্জনা আমরা ফেলে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। যদি আমরা একটু সচেতন হই তাহলে ফেলে দেয়া জিনিষগুলোকে আমরা আবারো ব্যবহার করতে পারি। সেই চিন্তা থেকেই এই পোশাক। মূলত ফেলে দেয়া জিনিসের সদ্ব্যবহার করাকেই এখানে ছবির মাধ্যমে দেখানো হয়।



মন্তব্য চালু নেই