ফের ভূমিকম্পে কাঁপলো ভূস্বর্গ

দফায় দফায় ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়ার বিশাল এলাকা। গত সোমবার ভোররাতে মনিপুরের ইম্ফলে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর থেকে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তানজুড়ে ভূমিকম্পন অনুভূত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরেও ভূস্বর্গ কাশ্মির কেঁপে ওঠে ভূমিকম্পে। ভূমিকম্পের জেরে জম্মু ও কাশ্মিরই নয়, কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০।

কম্পন টের পাওয়া গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও সংলগ্ন অঞ্চলে।

কম্পনের উত্‍সস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাখশান এলাকায়। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, কম্পনের উত্‍পত্তি ভূপৃষ্ঠ থেকে ২৩২ কিমি গভীরে। দুর্যোগে এখনও পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই