ফের পেছাল সাত খুনের অভিযোগ গঠন

আবারও পিছিয়েছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অভিযোগ (চার্জ) গঠন। আজ অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।

প্রধান আসামি নূর হোসেনসহ আট আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১১ জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ পরিবর্তন করে ২৭ জানুয়ারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করে বলেন, তারা এখনও পুলিশের দেয়া অভিযোগপত্রের অনুলিপি (কপি) হাতে পাননি। তাই মামলাটি পর্যালোচনা করা যাচ্ছে না। এ কারণে আদালতে অভিযোগ গঠনের আবেদন জানান তারা। ফলে ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন দেন আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। ঘটনার পর পরই ভারতে পালিয়ে যান মামলার প্রধান আসামি ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। গত ১৫ নভেম্বর তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।



মন্তব্য চালু নেই