ফেনীর একরাম হত্যায় অংশ নেয়া ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যায় অংশ নেয়া ছাত্রলীগকর্মী আরমান হোসেন কায়সারকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল ৩টার দিকে তাকে বারাহীপুরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কায়সার পৌরসভার মধুপুর এলাকার পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমের ছেলে ও ফেনী সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার উপ পরিদর্শক মো. মাইনউদ্দিনসহ পুলিশের একটি দল বিকেলে বারাহীপুরে অভিযান চালায়। এসময় তাকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কায়সারসহ এ পর্যন্ত একরাম হত্যা ঘটনায় র‌্যাব-পুলিশ ২৫ জনকে আটক করেছে।
একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার তাকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। আসামিদের জবানবন্দীতে তার নাম পাওয়া গেছে।

উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গত ২০ মে মঙ্গলবার গাড়ির ভেতরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বেলা ১১টার দিকে ফেনী শহরে বিলাসী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও তিনজন অগ্নিদগ্ধ হন।



মন্তব্য চালু নেই