ফেইসবুকে চাঁদাবাজি !

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে পুঁজি করে নতুন কৌশলে শুরু হয়েছে চাঁদাবাজী। প্রথমে জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে তাদের ফেইসবুক আইডি হ্যাক করে ফোন করে মোটা অংকের চাঁদাদাবী করে হ্যাকাররা।

আর আইডি পুরোনো ও গুরুত্বপূর্ণ হওয়ায় ভোগান্তি এড়াতে হ্যাকারদের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যেমে পাঠিয়ে নিজেদের ফেইসবুক আইডি রক্ষা করছে ভূক্তভোগীরা।

হ্যাকারদের খপ্পর ও ভোগান্তি থেকে রক্ষা পেতে ভূক্তভোগীরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কমিশনে ( বিটিআরসি) ফোন করলে আবার নতুন ভোগান্তির শিকার হচ্ছে। তারা ফোন রিসিভ করছে ঠিকই কিন্তু অপারেটরদের সঙ্গে সংযোগ দিচ্ছে না।



মন্তব্য চালু নেই