ফুটবলে নতুন মাইলফলক তৈরি করল চট্টগ্রাম আবাহনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম আবাহনীকে ‘হাজারো অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি রানার্স আপ হওয়ায় ইস্ট বেঙ্গলকেও অভিনন্দন জানান। এছাড়া রাষ্ট্রপতি এবং স্পিকারও চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার রাতে খেলা দেখা শেষে গণভবনে বসে টেলিকনফারেন্সে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম নতুন ইতিহাস করেছে। এই বিজয় আমাদের গৌরবের। ফুটবলের জন্য নতুন মাইলফলক তৈরি হল আজ।

তিনি বলেন, শেখ কামাল নিজেই একজন খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার দাদা শেখ লুৎফর রহমানও ফুটবল খেলতেন। ফুটবল খেলার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।

ফুটবলপ্রেমি প্রধানমন্ত্রী বলেন, আমি রুদ্ধশ্বাসে খেলা দেখছিলাম। ফাইল দেখতে বসেও মন বসাতে পারিনি। পরে ফাইল দেখা বাদ দিয়ে খেলা দেখায় মনোযোগ দিয়েছি। খেলাটি খুবই উপভোগ্য হয়েছে। তিনি চমৎকার খেলা উপহার দেয়য় চট্টগ্রামবাসীকেও অভিনন্দন জানান।

আজকের ফাইনাল খেলায় চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারিয়েছে দুই বাংলার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলকে। জোড়া গোল করেছেন এলিটা কিংসলে। অন্য গোলটি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের।



মন্তব্য চালু নেই