ফুটবলে এ কেমন কেলেঙ্কারি !

ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারির একটি খবর ফাঁস হয়েছে বেশ আগেই। কেউ যেন বাকি নেই। বিশ্বমাতানো ফুটবলার, কোচ, দলের ম্যানেজার ও ক্লাব কর্মকর্তারাও এবাই এ লজ্জাকর ঘটনাটির সাথে জড়িত।

তোলপাড় হওয়া ঘটনাটি নিয়ে তদন্ত হয়েছে। এখানে যারা বেরিয়ে এসেছে তাদের নাম শুনে হকচকিয়ে যাবেন যে কেউ। সম্প্রতি ৫০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হল৷‌ এদের মধ্যে রয়েছেন ফুটবলার, কোচ, ম্যানেজার, ক্লাবকর্তারাও৷‌ এরা সবাই নাকি ইতালির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ডিভিশন লিগে গড়াপেটার সঙ্গে জড়িত৷‌

মোট ১৫ জন ফুটবলার, ৬ জন ক্লাব প্রেসিডেন্ট, ৮ জন ক্রীড়া প্রশাসক, কোচ, ম্যানেজার সবাই রয়েছেন৷‌ জানা যায় মোট ৩০টি ক্লাব সন্দেহের সন্দেহের তালিকায়।‌

প্রো পাত্রিয়া, বার্লেতা, ব্রিন্দিসি, লা আকুইলা, নেপলিস মুগানো, টোরেস, ভিগর লামেজিয়া, সান্ট আর্কানজেলো, সোরেন্তো, মোন্তালতো, পুতেওলানা, আক্রাগাস ও সান সেভেরো ক্লাব রযেছে এ কালো তালিকায়।

এর আগে ২০০৬ সালে গড়াপেটার ঘটনায় অভিযুক্ত হয় জুভেন্টাস। ইতালির জাতীয় দলের দুই প্রাক্তন ফুটবলার জিউসেপ্পি সিগনোরি ও ক্রিশ্চিয়ানো এসময় অভিযুক্ত হন।



মন্তব্য চালু নেই