ফিলিস্তিন প্রশ্নে নরম সুর নেতিনিয়াহুর

ফিলিস্তিন রাজ্যের বিষয়ে আবারও নিজের সুর পাল্টালেন ইসরাইলের পুননির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহু। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে তিনি দুই রাষ্ট্র সমাধান চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে গেছে।

এর আগে ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনের মাত্র ২৪ ঘন্টা আগে নেতিনিয়াহু বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে কখনও রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতিষ্ঠা মেনে নেবেন না। তবে ছয় বছর আগে বার লান বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে নেতিনিয়াহু বলেছিলেন, ফিলিস্তিন থেকে সেনা প্রত্যাহার করা হবে এবং রাষ্ট্র হিসেবে একে স্বীকৃতি দেয়া হবে।

নির্বাচনে জয়লাভের পর টেলিভিশন সাক্ষাৎকারে নেতিনিয়াহু বলেন, আমি এক রাষ্ট্র সমাধান চাই না। আমি একটি টেকসই, শান্তিপূর্ণ দুই রাষ্ট্রীয় সমাধান চাই। তবে ওই পরিস্থিতির জন্য পরিবর্তন আসতে হবে।’

ছয় বছর আগে বার লান বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণের উল্লেখ করে চতুর্থবারের মতো নির্বাচিত এই ইসরাইলি নেতা বলেন, ‘সেনাবাহিনী ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে ছয় বছর আগে বার লান বিশ্ববিদ্যালয়ে দেয়া আমার বক্তব্য কখনও পরিবর্তন করিনি। তবে যা কিছু পরিবর্তন হয়েছে তা হচ্ছে বাস্তবতা।’



মন্তব্য চালু নেই